ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাংলার লোকগান নিয়ে ইকবালের ‘বসন্ত বাতাসে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
বাংলার লোকগান নিয়ে ইকবালের ‘বসন্ত বাতাসে’ ইকবাল ফেরদৌস

লন্ডনের বিভিন্ন রেডিও টিভিতে অনেকদিন ধরেই উপস্থাপনা করে আসছেন ইকবাল ফেরদৌস। বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতির প্রচার ও প্রসারে এনটিভি ইউকের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান করেন।

নাম ‘বসন্ত বাতাস’। রবিন হায়দার খানের প্রযোজনায় এ অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনা করেন ইকবাল ফেরদৌস।  

 

এ অনুষ্ঠানে ইউরোপের প্রবাসী বাঙ্গালীদের মাঝে আবহমান বাংলার লোকগান, লোক সংস্কৃতি, বাউল, জারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, সারি ও ঘাটুগান প্রচার করা হয়।  

 

অনুষ্ঠানের প্রযোজক রবিন হায়দার খান জানিয়েছেন, ভিন্ন সংস্কৃতির এ দেশে আমাদের সমৃদ্ধ সংস্কৃতির প্রচারে ‘বসন্ত বাতাসে’ অনুষ্ঠানটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে।  

 

মঈনুল হোসাইন মজুমদারের সার্বিক তত্বাবধানে লন্ডন স্থানীয় সময় প্রতি রবিবার রাত ১১টা ও প্রতি মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠানটি প্রচার হয় এনটিভি ইউকের পর্দায়। ’

 

‘বসন্ত বাতাসে’ অনুষ্ঠানের প্রোমো

 

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।