ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ক্যামেরার সামনে লজ্জাহীনা অদিতি রাও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
ক্যামেরার সামনে লজ্জাহীনা অদিতি রাও অদিতি রাও

ক্যামেরার সামনে অভিনয়শিল্পীদের কাছে কোনো কিছু নিয়েই ছুৎমার্গ করা ঠিক নয়। অদিতি রাও হায়দারি সেটা পুরোপুরি বিশ্বাস করেন।

ক্যামেরার সামনে লজ্জা-শরমের ধার ধারেন না তিনি। ৩৬ বছর বয়সী বলিউডের এই অভিনেত্রী বলেন, ‘পরিচালক সুধীর মিশ্র আমাকে একবার বলেছিলেন, আমার মুখাবয়ব তেমন আহামরি নয়। কিন্তু আমার পক্ষে ক্যামেরার সামনে আগুন হয়ে ওঠা সম্ভব। আমি খুশি যে, ক্যামেরার সামনে লজ্জাহীনা হতে দ্বিধা থাকে না আমার। অভিনয়ের সময় লজ্জা ঝেড়ে ফেলতেই ভালোবাসি। ’


অদিতি এখন সুধীর মিশ্রর পরিচালনায় ‘দেবদাস’-এর আধুনিক সংস্করণে চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করছেন। তিনি এর আগে ‘দিল্লি সিক্স’, ‘ইয়ে সালি জিন্দেগি’, ‘রকস্টার’ ছবিতে কাজ করেছেন।


পর্দায় অন্তরঙ্গ দৃশ্যেও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন অদিতি। তার ভাষ্য, ‘ঘনিষ্ঠতা জীবনেরই অংশ। এসব দৃশ্যে কাজের সময় রসায়নের কথা মাথায় রাখলে অনায়াসে মানিয়ে নেওয়া যায়। ’ 


বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।