ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাকিব খানের সঙ্গে কিছুক্ষণ

মানুষের মধ্যে দেশের প্রতি টান আছে

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
মানুষের মধ্যে দেশের প্রতি টান আছে শাকিব খান/ ছবি:নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকাসহ সারাদেশের ১১০টি প্রেক্ষাগৃহে ১৩ মার্চ মুক্তি পেয়েছে সোহেল আরমান পরিচালিত ‘এই তো প্রেম’। এতে অভিনয় করেছেন শাকিব খান।

জানা গেছে, দর্শকরা দলবলে গিয়ে ছবিটি উপভোগ করছেন। এজন্য বেশ আনন্দিত শাকিব। তিনি কথা বলেছেন বাংলানিউজের সঙ্গে।  

 

বাংলানিউজ : ‘এই তো প্রেম’ নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?

শাকিব খান : বেশ ভালো সাড়া পাচ্ছি। ছবিটির পরিবেশক এমদাদ শুক্রবার সকাল থেকে প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের ভিড় হওয়ার শুভসংবাদ দিয়েছে। একটা কথা না বললেই নয়, বলিউডের হিন্দি ছবি ‘ডন টু’ও এখন এ দেশে চলছে। কিন্তু দর্শকরা ‘এই তো প্রেম’ই দেখছেন বেশি। এটা সত্যিই বড় পাওয়া। দর্শকরা আমার ছবি দেখছে এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। এটাই প্রমাণ করে বাংলাদেশের মানুষের মধ্যে দেশের প্রতি টান আছে।

 

বাংলানিউজ : দৃশ্যধারণ শুরুর প্রায় পাঁচ বছর পর ছবিটি মুক্তি পেলো ‘এই তো প্রেম’...

শাকিব : দেখুন দেরিতে হলেও ছবিটি মুক্তি পেয়েছে, দর্শক এখন তা ভালোভাবে গ্রহণও করছে। একটা ছবি নির্মাণের পর সবারই চাওয়া থাকে সাফল্য আসুক। আমরা সেই লক্ষ্যে পৌঁছাচ্ছি বলেই মনে হচ্ছে।  

 

বাংলানিউজ : ছবিটি নিয়ে আপনার কোনো প্রত্যাশা ছিলো?

শাকিব :  মানুষ মুক্তিযোদ্ধা ও প্রেমের সম্মিলনে সাজানো গল্পটি পছন্দ করবে, এটা আমার বিশ্বাস ছিলো। বাংলাদেশের ছবির নিয়মিত দর্শক এবং আমার ভক্তরা ছবিটি দেখে হতাশ হবেন না তা-ও জানতাম। গত পাঁচ মাসে আমার কোনো নতুন ছবি মুক্তি পায়নি। ‘এই তো প্রেম’ নিয়ে তাই আলাদা করে আশায় ছিলাম। ধীরে ধীরে সেটা পূর্ণ হচ্ছে।  

 

বাংলানিউজ : তার মানে ‘এই তো প্রেম’ ছবিটির চাহিদা আরও বাড়বে বলে মনে করছেন ?

শাকিব : অবশ্যই। কারণ এর আগে মুক্তিযুদ্ধভিত্তিক যেসব ছবি তৈরি হয়েছে ‘এই তো প্রেম’ অনেক আলাদা। এর গল্পটা সহজেই মন কাড়ে।  

 

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।