ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমির খানের মজার ১০ দৃশ্য (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
আমির খানের মজার ১০ দৃশ্য (ভিডিও)

ব্লকবাস্টার হিট কথাটি জাদুমন্ত্রের মতো দেখিয়ে আসছেন আমির খান। তার নাম শুনলে দর্শকের চোখে ভাসে শুরুর দিকের ‘চকোলেট হিরো’ মুখখানা।

তবে বিভিন্ন ছবিতে কখনও গোফ নিয়ে (মঙ্গল পান্ডে), কখনও এইট-প্যাক অ্যাবস (গজিনি) গড়ন নিয়ে হাজির হয়েছেন তিনি। তাকে বলা হয় পদ্ধতি মেনে চলা নিখুঁত ও সুপারস্টার অভিনেতা। তবে তার রুচিশীল রসবোধের কথা ভুলে গেলে চলবে না।

আমিরের এ দিকটি নিয়ে চর্চা হয়েছে খুব কম। গম্ভীর চরিত্রে যতোটা মানানসই তিনি, কমেডি দৃশ্যেও ঠিক ততোই স্বচ্ছন্দ ৫০ বছর বয়সী এই তারকা। তার অভিনীত অনেক ছবিতে মজার মজার দৃশ্য দেখেছে দর্শক। শুধু দেখেছে বললে ভুল হবে, সেগুলো দেখে হাসতে হাসতে মেঝেতে গড়াগড়িও খেয়েছে! আমিরের ৫০তম জন্মদিন উপলক্ষে এখানে দেওয়া হলো তেমন ১০টি মজার দৃশ্য।



১. ‘রঙ্গিলা’ (১৯৯৫)


২. ‘আন্দাজ আপনা আপনা’ (১৯৯৪)


৩. ‘আন্দাজ আপনা আপনা’ (১৯৯৪)

৪. ‘ইশক’ (১৯৯৭)


৫. ‘রঙ দে বাসন্তী’ (২০০৬)


৬. ‘থ্রি ইডিয়টস’ (২০০৯)


৭. ‘থ্রি ইডিয়টস’ (২০০৯)


৮. ‘থ্রি ইডিয়টস’ (২০০৯)


৯. হাম হ্যায় রাহি পেয়ার কে (১৯৯৩)


১০. ‘পিকে’ (২০১৪)

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।