ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সমুদ্রে তাহসানের সার্ফিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
সমুদ্রে তাহসানের সার্ফিং সার্ফিং করছেন তাহসান

সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে ভেসে চলছেন তাহসান। চোখ-মুখ দেখেই বোঝা যাচ্ছে বিষয়টা বেশ উপভোগ করছেন তিনি।

তবে কাজটা সহজ নয়। এজন্য চাই দক্ষতা। কারণ কাজটা যে সার্ফিং! ৬ মার্চ কক্সবাজার সমুদ্র সৈকতে সত্যি সত্যি সার্ফার হয়ে গেলেন জনপ্রিয় এই গায়ক-অভিনেতা।  

 

জানা গেছে, কক্সবাজারে একটি নাটকের কাজে গেছেন তাহসান। এটি লিখেছেন ও পরিচালনা করেন রাজীব আহমেদ। এতে তার সহশিল্পী মেহজাবিন। কাজের ফাঁকে সার্ফিং করে বেড়ালেন তিনি।  

এবারই প্রথম সমুদ্রে সার্ফিং করলেন তাহসান। সে অভিজ্ঞতা জানিয়ে তিনি বাংলানিউজকে বলেন, ‘প্রথমবার সার্ফিং করলাম। এজন্য সার্ফার জাফর আলমের কাছে প্রশিক্ষণ নিয়েছি। এই অনুভূতি অসাধারণ। শুরুর দিকে ভয় লাগলেও এখন মনে হচ্ছে, আবার কবে সার্ফিংয়ে নামবো!’

 

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।