ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আলগা নোঙরে নওশাবা

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
আলগা নোঙরে নওশাবা কাজী নওশাবা/ ছবি:নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘আলগা নোঙর’ নাম শুনে হয়তো কেউ কেউ ভাবছেন এটা আবার কোথায়! এটা আসলে একটি চলচ্চিত্রের নাম। এতে মিলি চরিত্রে অভিনয় করছেন কাজী নওশাবা।

এর মাধ্যমে চলচ্চিত্র পরিচালনায় যাত্রা শুরু করলেন বিজ্ঞাপন নির্মাতা ওয়াহিদ তারেক।  

 

সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ছবিটির বেশকিছু অংশের দৃশ্যধারণ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন ইলোরা গহর, সুমন আনোয়ার, বর্ষণ ও মিল্টন প্রমুখ।  

নতুন ছবিতে অভিনয় প্রসঙ্গে নওশাবা বাংলানিউজকে বলেন, ‘মিলি চট্টগ্রামের বন্দর এলাকার মেয়ে। সে নৌকায় চলাফেরা করে। তার জীবনযাপনের সঙ্গে প্রেম-ভালোবাসাও উঠে আসবে গল্পে। শুধু এটুকুই বলবো যে, কাজটা ভালো হচ্ছে। ’

 

এদিকে খিজির হায়াত খানের ‘প্রতিরুদ্ধ’ ছবিতে সুনিতা চরিত্রেও অভিনয় করছেন নওশাবা। এর কাজ চলছে পুরান ঢাকার বিভিন্ন এলাকায়। এখানে তার সহশিল্পী অমিত সিনহা ও খিজির হায়াত খান।

 

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।