ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মৌসুমীর পুরস্কারজয়ে আনন্দ আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
মৌসুমীর পুরস্কারজয়ে আনন্দ আয়োজন ওমর সানী ও মৌসুমী

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে প্রয়াত চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ ছবিতে চন্দ্রমুখী চরিত্রে মৌসুমীর অভিনয় প্রশংসিত হয়েছিলো। এবার ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হলেন তিনি।

এই আনন্দ কাছের মানুষদের নিয়ে উদযাপন করলেন তিনি।  

রাজধানীর গুলশানের একটি ক্লাবে উৎসব আমেজে কেক কেটেছেন মৌসুমী। হয়েছে আড্ডা, খানাপিনা। এখানে মৌসুমী ও ওমর সানী দম্পতির আমন্ত্রণে এসেছিলেন সুরকার আলাউদ্দিন আলী, সংগীতশিল্পী কনকচাঁপা, দিনাত জাহান মুন্নী, কবির বকুল, ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।  

 

বাংলাদেশ সময় : ২০০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।