ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাজে ছেলে বাপ্পী!

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
বাজে ছেলে বাপ্পী! বাপ্পী/ ছবি : নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অভিনেতা বাপ্পী তো দিব্বি  বেশকিছু ছবিতে টানা অভিনয় করছেন। তার আবার নতুন করে কি হলো।

কয়েক দিন ধরে চারপাশ থেকে বাজে ছেলে বাপ্পী বলে একটা আওয়াজ শোনা যাচ্ছে। পরে পরিচালক মনিরুল ইসলাম সোহেল জানালেন এটা তার পরবর্তী ছবির নাম।

ছবির নাম রেখেছেন তিনি ‘বাজে ছেলে- দ্য লোফার’। এরইমধ্যে বাপ্পীকে ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেছেন বলে জানিয়েছেন পরিচালক। সোহেল বাংলানিউজকে বলেন, ‘এখানে আসলে বাজে ছেলেটাই ছবির হিরো। বাপ্পীকে চুড়ান্ত করেছি। এ ছবিতে তিন নায়িকা থাকছে। তবে তারা কারা এখনই বলতে চাই না। মে মাসের মাঝামাঝি ছবির কাজ শুরু করতে চাই। ’

মনিরুল ইসলাম সোহেল এর আগে ‘স্বপ্ন যে তুই’ ছবিটি নির্মাণ করেছেন। ইস্টার্ন মোশন পিকচার্স ও কালার ফ্রেমের প্রযোজনায় নির্মিত এটা হতে যাচ্ছে তার পরিচালিত দ্বিতীয় ছবি। সোহেলের মূল ভাবনায় এ ছবির চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির বাবু।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।