ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

খাগড়াছড়ি সীমান্তে ইমরান ও তানজিন তিশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
খাগড়াছড়ি সীমান্তে ইমরান ও তানজিন তিশা তানজিন তিশা ও ইমরান

খাগড়াছড়ি থেকে তিন ঘণ্টার দূরত্বে সাজেক নামের একটি জায়গা। সীমান্তবর্তী এই স্থানে ইমরানের গানের মিউজিক ভিডিওর দৃশ্যধারণ হলো।

এতে তার সঙ্গে মডেল হয়েছেন তানজিন তিশা। এটি নির্মাণ করেছেন আশিকুর রহমান।  

 

‘বলতে বলতে চলতে চলতে’ শিরোনামের গানটি লিখেছেন শফিক তুহিন। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। এটি তার নতুন একক অ্যালবামে থাকবে। মে মাসে অ্যালবামটি বাজারে আসার কথা।  

১২ ও ১৩ মার্চ সাজেকে কাজ শেষে ইমরান ঢাকায় ফিরেছেন ১৪ মার্চ। তিনি বাংলানিউজকে বললেন, ‘এর আগে এখানে কখনও ভিডিওর কাজ হয়নি। একটু ফিল্মি ধাঁচে কাজটি হয়েছে। সব ঠিক থাকলে আগামী ১৪ এপ্রিল ভিডিওটি প্রকাশ করবো। ’

 

নির্মাতা আশিকুর রহমান এর আগে ‘কিস্তিমাত’ ছবিটি পরিচালনা করেছেন। এ ছাড়া ‘চার ছক্কা হই হই’ গানের মিউজিক ভিডিও তারই বানানো।  

 

বাংলাদেশ সময় : ২১৩৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।