ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সোহানের ছবিতে তানিয়া বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
সোহানের ছবিতে তানিয়া বৃষ্টি তানিয়া বৃষ্টি /ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সোহানুর রহমান সোহানের নতুন ছবি ‘অবলা নারী: ওয়াও বেবি ওয়াও’ এর জন্য মডেল ও অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে নেওয়া হয়েছে। ১৫ মার্চ সকালে এ ছবির দৃশ্যধারণের জন্য কক্সবাজার রওনা করেছেন তারা।

সঙ্গে আরও প্রধান তিনটি চরিত্রে রয়েছেন নবাগত মারিয়া, ইমরান তুর্কি ও শ্রাবণ খান।

ছবিতে আগে সোনিয়া হোসেন নামে একজন অভিনত্রী কাজ করার কথা থাকলেও পরে তিনি না করেন। এবার সেই চরিত্রে রাজী হয়েছেন তানিয়া বৃষ্টি। এবং চরিত্রটি নিয়ে বেশ উচ্ছাসিতও তিনি।

তানিয়া বৃষ্টি বাংলানিউজকে বলেন, এ ছবিতে আমার চরিত্রের নাম ঝুমকা। শ্রাবণের নায়িকা আমি। আর মারিয়া শ্রাবণের বোনের চরিত্রে অভিনয় করছেন। হিন্দি শোলে ছবিতে বাসন্তী যে চরিত্রে অভিনয় করেছে, ঠিক এমনই একটি চরিত্রে আমি দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি।

পুরো মাস কক্সবাজারের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণের কাজ হবে। তাই টানা বেশকিছুদিন কাজের জন্য কক্সবাজারে থাকতে হবে তানিয়াকে।

এটা হতে যাচ্ছে তানিয়া অভিনীত চতুর্থ ছবি। এর আগে ‘ঘাসফুল’, ‘দরজার ওপাশে’ ও ‘লাভার নাম্বার ওয়ান’ ছবিতে কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।