ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রকাশ্যে এলো অনন্ত-বর্ষার আরিজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
প্রকাশ্যে এলো অনন্ত-বর্ষার আরিজ সন্তান আরিজকে কোলে নিয়ে অনন্ত ও পাশে বর্ষা

থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাড ইন্টারন্যাশনাল হাসপাতালে গত বছরের ২৩ নভেম্বর স্থানীয় সময় সকাল ৮টা ৮ মিনিটে নবজাতকের মুখ দেখেন অনন্ত-বর্ষা জুটি। এরপর কেটেছে কয়েক মাস।

কিন্তু প্রকাশ্যে কোনো ছবিতে দেখা যায়নি তাদের সন্তান আরিজের মুখ।
 
‘জুনিয়র অনন্ত’র নাম রাখা হয়েছে আরিজ ইবনে জলিল, যা আগে থেকেই নির্ধারিত ছিল। আরিজের বাবা হতে পেরে আনন্দিত অনন্ত। এদিকে পুত্রসন্তানের মা হতে পেরে বর্ষাও বেশ উচ্ছ্বসিত। সম্প্রতি তারা তাদের সন্তানের ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

একটি ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, প্রথমবারের মতো বাবার ব্যবসায়িক কর্মস্থল এজেআই গ্রুপ পরিদর্শনে গিয়েছে মাত্র সাড়ে তিন মাস বয়সী আরিজ।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।