ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্বাধীনতা দিবসে ‘অতঃপর যুদ্ধ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
স্বাধীনতা দিবসে ‘অতঃপর যুদ্ধ’ ‘অতঃপর যুদ্ধ’ টেলিছবিতে অর্পণা ও ওয়াহিদ ইকবাল মার্শাল

বাঙালি জাতীর এক ক্লান্তিলগ্নে ছাত্র আন্দোলনের শুরুর চিত্র ফুটে উঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বামফ্রন্ট নেতা মিজানের আগ্রাসী ভূমিকায়। সঙ্গে সার্বক্ষণিক সঙ্গী বন্ধু শাকিল।



তৎকালীন জামায়াত নেতা সালাম গাজী প্রকাশ্য সমাবেশে মিজানকে খুন করার ঘোষণা দেয়। উত্তপ্ত হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঘটনাক্রমে শাকিল ও মিজানের সঙ্গে জড়িয়ে একাত্মতা ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রী তুলি।

এমনই একটি কাহিনী নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘অতঃপর যুদ্ধ’। রচনা ও পরিচালনা করেছেন রাহাত কবির। এখানে ওয়াহিদ ইকবাল মার্শাল (মিজান), শতাব্দী ওয়াদুদ (সালাম গাজী), ইরফান সাজ্জাদ (শাকিল) ও অর্পণা (তুলি) চরিত্রে অভিনয় করেছেন।

নির্মাতা জানিয়েছেন, যুদ্ধ না হলেও সংগ্রামের আবহে তৈরি করা হয়েছে টেলিছবিটি। ‘অতঃপর যুদ্ধ’ ২৫ মার্চ বিকেল ৩টা ১৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।