ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চন্দ্রবানু মুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
চন্দ্রবানু মুন জান্নাতুন নূর মুন/ ছবি:নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতার গেলো আসরের দ্বিতীয় রানারআপ জান্নাতুন নূর মুন এবার চন্দ্রবানু হিসেবে দর্শকের সামনে আসবেন। নাটকের নাম ‘প্রেম জানে না রসিক কালা চাঁদ’।

লিখেছেন  আনোয়ার হোসেন আনু, পরিচালনায় শবনম পারভীন।  

 

২৫ ও ২৬ মার্চ উত্তরার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হবে। এতে মুনের সহশিল্পী সজল। গল্পে তাকে দেখা যাবে এলাকার চটপটিওয়ালার ভূমিকায়। চন্দ্রবানু ও চটপটিওয়ালার মধ্যে সম্পর্ক গড়ে উঠবে। নাটকটিতে আরও থাকছেন ডা. এজাজ ও শবনম পারভীন। এটি প্রচার হবে চ্যানেল আইয়ে।  

 

মুন বাংলানিউজকে বলেন, ‘নাটকটি আমার জন্য চ্যালেঞ্জ। কারণ আমাকে পুরান ঢাকার ভাষায় কথা বলতে হবে। কয়েকদিন ধরে সংলাপ আয়ত্তে¡ আনার চেষ্টা করছি। ’

 

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।