ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অ্যাম্বুলেন্সের হেলপার মিশু সাব্বির!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
অ্যাম্বুলেন্সের হেলপার মিশু সাব্বির! মিশু সাব্বির

মহাসড়কের গল্প নিয়ে গত বছর নির্মিত ‘হাইওয়ে’ দর্শকমহলে সমাদৃত হয়েছে। তাই এবার তৈরি হচ্ছে ‘হাইওয়ে পার্ট ২’।

এই নামের নাটকটিতে অ্যাম্বুলেন্সের হেলপারের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন মিশু সাব্বির। লিখেছেন ও পরিচালনা করছেন আর বি প্রীতম।  

 

‘হাইওয়ে’ নাটকে অভিনয় করেন আজাদ আবুল কালাম ও সুমাইয়া শিমু। তবে ‘হাইওয়ে পার্ট ২’তে থাকছেন না তারা। এখানে মিশুর সহশিল্পী তারিক আনাম খান ও অপর্ণা ঘোষ। আগামী ১৯ ও ২০ মার্চ এর দৃশ্যধারণ হবে।  

 

নাটকটি নিয়ে মিশু সাব্বির বাংলানিউজকে বলেন, ‘পুরো নাটকটির কাজ হবে সাভার-আশুলিয়ার মহসড়কে। এখানে আমার চরিত্রের নাম মিজান। অ্যাম্বুলেন্সের ড্রাইভার হিসেবে থাকছেন তারিক আনাম খান। আমি কাজ করবো তার হেলপার হিসেবে। গল্পে অচেনা এক মেয়ের সঙ্গে দেখা হবে গাড়ির হেলপার ও ড্রাইভারের। ’

 

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।