ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ত্রাণকর্তা হয়ে আসবেন মোশাররফ করিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
ত্রাণকর্তা হয়ে আসবেন মোশাররফ করিম মোশাররফ করিম

চলার পথে নানা সমস্যার মুখোমুখি হতে হয় সবাইকে। নানা অনিয়মের সঙ্গেও অনেকে মাঝে মধ্যে জড়িয়ে যান।

এর প্রভাব পড়ে প্রাত্যহিক জীবনে। এসব অনিয়ম থেকে বাঁচার পথ অনেকে খুঁজে পান, অনেকে পান না। সমাজের নানা অনিয়ম থেকে বাঁচাতে ত্রাণকর্তা হিসেবে আসবেন মোশাররফ করিম। তিনি সমাজের নানা অনিয়ম দূর করার চেষ্টা করবেন। ‘তিনি আসবেন’ নাটকের মূল গল্প এটাই।  

বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটকটি। লিখেছেন কাজী শাহীদুল ইসলাম, পরিচালনায় মারুফ মিঠু। এতে ত্রাণকর্তার ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। এ ছাড়াও আছেণ আখম হাসান, ফারহানা মিলি, হাসিন রওশন, শিরিন আলম, ঝুনা চৌধুরী, রোবেনা রেজা জুঁই, তারিক স্বপন, পরেশ আচার্য্য, কাজী শাহীদুল ইসলাম, কাজী রাজু প্রমুখ। সপ্তাহের মঙ্গল ও বুধবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে এটি।

 

বাংলাদেশ সময় : ১৫০২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।