ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফুয়াদের ‘হিট ফ্যাক্টরি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
ফুয়াদের ‘হিট ফ্যাক্টরি’

ফুয়াদ আল মুক্তাদির এবার শ্রোতাদের জন্য নিয়ে আসছেন ‘হিট ফ্যাক্টরি’। এতে গান থাকছে মোট ১৩টি।

এতে ফুয়াদের সঙ্গে গেয়েছেন ৯ জন। তারা হলেন আরফিন রুমি, লালন ব্যান্ডের সুমী, উপল, আনিলা, মৌরি, নাজিয়া, টি জে শুভ, জোহাদ।

জানা গেছে, ‘একটাই আমার তুমি’ এবং ‘সুন্দরী পরী’ শিরোনামের দুটি গানে কণ্ঠ দিয়েছেন ফুয়াদ। তিনি বাংলানিউজকে বলেন, ‘এ দুটি গান আমার স্ত্রী মায়ার জন্য উৎসর্গ করেছি। কারণ আমার জীবনে মায়া অন্যতম অনুপ্রেরণার নাম। ’

আগামী ২০ মার্চ অ্যালবামটি বাজারে আসবে বলে ফেসবুক পেজে জানিয়েছেন ফুয়াদ। সাত বছর আগে তিনি ‘ক্রমান্বয়’ নামে একটি অ্যালবাম প্রকাশ করেন। এরপর আর পূর্ণাঙ্গ কোনো মিশ্র অ্যালবামের কাজ করেননি তিনি।

 

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।