ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ডিওরের প্রথম কৃষ্ণাঙ্গ মডেল রিয়ান্না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
ডিওরের প্রথম কৃষ্ণাঙ্গ মডেল রিয়ান্না রিয়ান্না

বিখ্যাত পোশাক প্রস্তুতকারী অভিজাত ফরাসি প্রতিষ্ঠান ডিওরের মডেল হলেন রিয়ান্না। এর মাধ্যমে অনন্য এক ইতিহাস গড়েছেন তিনি।

বারবাডোজের এই গায়িকাই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ তারকা, যাকে ডিওরের মডেল হিসেবে দেখা যাবে।  

ডিওরের সিক্রেট গার্ডেন শীর্ষক প্রচারাভিযান দিয়ে শুরু হচ্ছে রিয়ান্নার নতুন মিশন। এবারের বসন্তকে ঘিরে ফরাসি প্রতিষ্ঠানটির নতুন বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি ফ্রান্সের প্যালেস অব ভার্সেইলেসে এর চিত্রায়ন হয়েছে। এ ছাড়া ‘সিক্রেট সার্ভিস’ শীর্ষক ফটোসেশনে অংশ নিয়েছেন ২৭ বছর বয়সী এই তারক। ছবিগুলো তুলেছেন স্টিভেণ ক্লেইন।

এর আগে ডিওরের মডেল হয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী নাটালি পোর্টম্যান, জেনিফার লরেন্স ও ম্যারিয়ন কতিলার। তবে তারা প্রত্যেকেই শ্বেতাঙ্গ। সম্প্রতি খেলাধুলাভিত্তিক পণ্য প্রস্তুতকারী জার্মানির বিখ্যাত প্রতিষ্ঠান পুমার নারী বিভাগের সৃজনশীল পরিচালকের দায়িত্ব পান রিয়ান্না।

** বৈশ্বিক শুভেচ্ছাদূত রিয়ান্না

বাংলাদেশ সময়:  ১৮৩৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।