ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুচিত্রা সেন হতে কত্থক শিখছেন বিদ্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
সুচিত্রা সেন হতে কত্থক শিখছেন বিদ্যা (বাঁ থেকে) সুচিত্রা সেন ও বিদ্যা বালান

বাংলা ছবির মহানায়িকা সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয়ের জন্য সম্মতি জানিয়েছেন বিদ্যা বালান। তাই কত্থক নৃত্য শেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

লখনউ থেকে পণ্ডিত জায়ু রমণ তাকে তালিম দেবেন। আগামী কয়েকদিনের মধ্যে শুরু হয়ে এই প্রশিক্ষণ চলবে দুই সপ্তাহ। আগামী মাসেই ছবিটির দৃশ্যধারণ শুরু হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

সুচিত্রাকে অন্য অনেকের মতো শ্রদ্ধা করতেন বিদ্যাও। তাই অপ্রস্তুত হয়ে এমন একজনের জীবনী নিয়ে নির্মাণাধীন ছবিতে কাজ করতে চান না তিনি। তাই নির্মাতার কাছে ছবিটিতে কত্থক নাচের দৃশ্য থাকবে জেনে ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী নাচ শেখার জন্য একজন ওস্তাদকে চেয়েছেন। তার মুখপাত্র খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে বিদ্যা এখন ‘হামারি আধুরি কাহানি’ ছবির কাজ করছেন। এতে তার সহশিল্পী এমরান হাশমি। তার হাতে আরও তিনটি ছবির চিত্রনাট্য আছে। এর মধ্যে পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর জীবনীমূলক ছবিও আছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।