ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সত্যিই পদ্মশ্রী হারাচ্ছেন সাইফ?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
সত্যিই পদ্মশ্রী হারাচ্ছেন সাইফ?

মুম্বাইয়ের একটি হোটেলে মারামারিতে জড়িয়ে পড়ার কারণে সত্যি সত্যি পদ্মশ্রী খেতাব হারাতে বসেছেন সাইফ আলি খান। কারণ ওই ঘটনায় তার নামে একটি মামলা হয়েছিলো।

মুম্বাই পুলিশের কছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রতিবেদন আবার চাওয়ায় গুঞ্জন চলছে, হোটেলে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বলিউডের এই অভিনেতার পদ্মশ্রী ফিরিয়ে নেওয়া হচ্ছে!

 


জানা গেছে, সাত মাস আগে গত বছরের ২০ আগস্ট বিষয়টি নিয়ে মুম্বাই পুলিশের কাছে রিপোর্ট চেয়েছিলো ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু মুম্বাই পুলিশ সেই রিপোর্ট না পাঠানোয় গত ১৫ মার্চ ফের তাগাদা এলো মন্ত্রণালয় থেকে। রিপোর্টটি পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে ৪৪ বছর বয়সী এই তারকার নামের পাশে পদ্মশ্রী থাকবে কি-না।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।