ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘এসএ লাইভ স্টুডিও’র সেঞ্চুরি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
‘এসএ লাইভ স্টুডিও’র সেঞ্চুরি

এসএ টিভিতে প্রতি শুক্রবার রাত ১১টায় সরাসরি প্রচারিত হয় ব্যান্ডসংগীতের অনুষ্ঠান ‘এসএ লাইভ স্টুডিও’। আগামী ২০ মার্চ এর শততম পর্ব।

এ উপলক্ষে দেশের জনপ্রিয় ব্যান্ডের গান গাইবেন উঠতি শিল্পীরা। থাকছে কেক কাটা, ব্যান্ডসংগীত শিল্পীদের শুভেচ্ছা, ৯৯টি পর্বের সেরা মুহূর্তগুলোর অংশবিশেষ।  

 

জানা গেছে, ‘বাংলাদেশি আইডল’ প্রতিযোগিতা থেকে উঠে আসা আরিফ, সামিয়া, উপমার পাশাপাশি বুশরা এবং নবীন কয়েকজন শিল্পী গান গাইবেন ১০০তম পর্বে।  

 

অনুষ্ঠানটির প্রযোজক আশরাফ উজ জামান বাংলানিউজকে জানান, ২০১৩ সালের ২৫ জানুয়ারি থেকে প্রচার হচ্ছে ‘এসএ লাইভ স্টুডিও’। এলআরবি, নগরবাউল, মাইলস, ফিডব্যাক, দলছুট, অবসকিউর, ডিফরেন্ট টাচ্, নোভা, ডিজিটাল, সিম্ফনী, শিরোনামহীন, নেমেসিস, পাওয়ার সার্চ, নাগরিক, শুন্যর মতো জনপ্রিয় অনেক ব্যান্ড সংগীত পরিবেশন করেছে এতে।  

 

বাংলাদেশ সময় : ২০০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।