ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গ্রামের গয়না তানজিন তিশা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
গ্রামের গয়না তানজিন তিশা ‘গয়না’ টেলিছবির দৃশ্যে তানজিন তিশা

এতদিন মডেল ও অভিনেত্রী তানজিন তিশাকে দর্শকরা শহরের সাজে দেখেছেন। তবে এবারই প্রথম একটি গ্রামের গল্প নিয়ে নির্মিত টেলিছবিতে কাজ করেছেন।

নাম ‘গয়না’। কিশোরগঞ্জের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। আতাউর রহমানের রচনায় এটি পরিচালনা করেছেন সুমিত সোহেল।

এখানে তানজিন তিশার সহশিল্পী হিসেবে কাজ করেছেন সুমিত। এ প্রসঙ্গে তানজিন তিশা বাংলানিউজকে বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম নুপুর। গ্রামের পরিবেশে এবারই প্রথম কাজ করা হলো। অন্যরকম একটি অভিজ্ঞতা। প্রেমে করার পরও বিয়ে হয় আরেকজনের সঙ্গে নুপুরের। ‘গয়না’-কে কেন্দ্র করে নুপরের জীবনের নানা দু:খ-কষ্ট ফুটে উঠেছে এ টেলিছবির কাহিনীতে। আশা করি, দর্শকর পছন্দ করবেন কাজটি। ’

খুব শিগগিরই যে কোনো একটি চ্যানেলে প্রচার হবে টেলিছবি ‘গয়না’।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।