ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জন্মদিনের অনুষ্ঠানে মার্ডার!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
জন্মদিনের অনুষ্ঠানে মার্ডার! (বাঁ থেকে) দিতি, তারিক আনাম খান ও বাঁধন

রাজা সাহেব একজন বিত্তশীল মানুষ। তার স্ত্রী কনা রাজা সাহেবের জন্মদিনে হঠাৎ মারা যায়।

এদিকে এটা হত্যা না আত্মহত্যা এই তদন্তের দায়িত্ব আসে সাংবাদিক শীলার উপর। এ নিয়ে শুরু হয় নতুন রহস্য। এমনই এক কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে নতুন নাটক ‘হ্যাপি বার্থ ডে’। লিটন ভুইঁয়ার রচনায় এটি পরিচালনা করবেন আদিত্য জনি।  

 

২৭ ও ২৮ মার্চ রাজধানীর ঢাকা ও উত্তরার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শুরু হবে। এখানে তারিক আনাম খান (রাজা), দিতি (কনা) ও বাঁধন (শীলা) চরিত্রে অভিনয় করবেন।  

 

নাটকটি নিয়ে নির্মাতা আদিত্য জনি বাংলানিউজকে বলেন, ‘মার্ডার নিয়ে নাটকটির কাহিনী। রহস্যমূলক এ কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। আশা করছি, দর্শকরা এ কাজটি উপভোগ করবেন। ’

 

‘হ্যাপি বার্থ ডে’ নাটকটি খুব শিগগিরই যে কোনো একটি টিভিতে প্রচার হবে।

 

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।