ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ধারাবাহিক নাটকে চিত্রনায়িকা মৌসুমী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
ধারাবাহিক নাটকে চিত্রনায়িকা মৌসুমী মৌসুমী/ ছবি:নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অনেকদিন পর ধারাবাহিক নাটকে অভিনয় করলেন মৌসুমী। চ্যানেল আইয়ের ‘শুন্য জীবন’-এ দেখা যাবে তাকে।

এখানে তিনি অভিনয় করেছেন নিজের চরিত্রেই। তার অভিনীত পর্বগুলোর প্রচার শুরু হবে শিগগিরই। নারী উদ্যোক্তা কনা রেজার গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মেহেদী বিন আশরাফ।  

 

এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘চলচ্চিত্রের পাশাপাশি অনেক নাটকেই অভিনয় করেছি। তবে এবারই প্রথম কোনো ধারাবাহিকে চিত্রনায়িকা মৌসুমী হিসেবে অভিনয় করেছি। বিষয়টা আমার কাছে আনন্দের। ’

‘শুন্য জীবন’ নাটকে নিয়মিত অভিনয় করছেন রওনক হাসান, হিল্লোল, প্রাণ রায়, সাজু খাদেম, নওশাবা, স্বাগতা, মৌসুমী নাগ, অর্ষা, আলভী, ড. ইনামূল হক, কচি খন্দকার, ম.ম. মোর্শেদ, তারিক স্বপন, মিলন ভট্টাচার্য্য প্রমুখ। এ ছাড়া বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হচ্ছে ‘শুন্য জীবন’।  

 

বাংলাদেশ সময় : ১১৫৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।