ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘গর্ভধারিণী’র জয়িতার খোঁজে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
‘গর্ভধারিণী’র জয়িতার খোঁজে

ডানপিটে, আধুনিক ও সাহসী মেয়ে জয়িতা। সমরেশ মজুমদার তার ‘গর্ভধারিণী’র উপন্যাসে এই মেয়েটিকে তুলে করেছেন।

সমাজ পরিবর্তনের জন্য তথাকথিত আধুনিকতার সামনে দাঁড়িয়ে যায় সে। মাহমুদ দিদার পরিচালিত প্রথম ছবি ‘গর্ভধারিণী’তে দেখা যাবে সেই জয়িতাকে। এ চরিত্রে নেওয়া হবে নতুন মুখকে।  

 

এ প্রসঙ্গে পরিচালক মাহমুদ দিদার বলেন, ‘জয়িতা চরিত্রে অভিনয়ের জন্য ২০-২৫ বছর বয়সী বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা আবেদন করতে পারেন। আমরা অডিশনের মাধ্যমে তাকে নির্বাচন করবো। এরপর অভিনয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ’

 

জানা গেছে, আগ্রহীদের তিনটি ফোর-আর সাইজের ছবি সহ আবেদন করতে হবে। বিস্তারিত জানা যাবে ছবিটির ফেসবুক পেজে (facebook.com/Gorvodharini)।  

 

সব ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝি ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় ‘গর্ভধারিণী’ ছবির দৃশ্যায়ন শুরু হবে।

 

বাংলাদেশ সময় : ১২৩৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।