ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘মুসাফির’ শুভর সঙ্গে মারজান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
‘মুসাফির’ শুভর সঙ্গে মারজান

আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ ছবিতে আরিফিন শুভর সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন মারজান জেনিফা। নির্মাতা প্রতিষ্ঠান পারসেপচুয়াল পিকচার্স জানিয়েছে, ২০ মার্চ বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে বিকেল ৫টায় এর মহরত হবে।



ছবিটির কাহিনী, সংলাপ আর চিত্রনাট্যও লিখেছেন আশিকুর রহমান। তিনি জানালেন, এটি অ্যাকশান থ্রিলারধর্মী গল্প নিয়ে তৈরি হবে। আগামী ২২ মার্চ থেকে এফডিসি এবং পুরান ঢাকার বিভিন্ন স্থানে এর দৃশ্যায়ন হবে। প্রথম ধাপের কাজ শেষে তারা যাবেন সিলেট এবং চট্রগ্রামে। ছিবিটিতে আরও থাকছেন রুবেল, টাইগার রবি, শিমুল খান ও রেবেকা।

এর আগে তার পরিচালনায় ‘কিস্তিমাত’ ছবিতে কাজ করেছেন শুভ। এ ছাড়া আশিকুর রহমান পরিচালিত ‘গ্যাংস্টার রিটার্নস’ (অপূর্ব, শম্পা, পিয়া) ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।

বাংলাদেশ সময় : ১৫০৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।