ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ গ্রুপ থিয়েটার ফেডারেশানের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ গ্রুপ থিয়েটার ফেডারেশানের

ঢাকা: নাট্যকর্মীদের ওপর দুর্বৃত্তদের হামলাকে দেশে চলমান রাজনৈতিক সন্ত্রাসের অংশ উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষে ফেডারেশানের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান ও সভাপতি মন্ডলির চেয়ারম্যান লিয়াকত আলী লাকী এ নিন্দা জানান।



বিজ্ঞপ্তিতে হামলার সঙ্গে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বুধবার (১৮ মার্চ) ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট অয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসব চলাকালীন নাট্যকর্মীদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।