ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ওপারে নিলয়-শখ জুটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫
ওপারে নিলয়-শখ জুটি নিলয় ও শখ

বিজ্ঞাপনচিত্র, নাটক-টেলিছবি ও চলচ্চিত্রে একসঙ্গে কাজের সুবাদে নিলয় ও শখের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিলো। এ নিয়ে নানা মুখরোচক সংবাদও চাউর হয়েছে।

তবে বেশ কিছুদিন আগেই সেই সম্পর্কের ইতি ঘটেছে। তবে পেশাদারি জীবনে তা টেনে আনেন না তারা। তাই আবার একসঙ্গে কাজ করছেন দু’জনে।  

 

নিলয় ও শখ আবার জুটি বেঁধেছেন একটি বিজ্ঞাপনচিত্রের জন্য। এর কাজ হচ্ছে ওপার বাংলায়। সোহানা ইলেকট্রনিক্সে নতুন পণ্যের বিজ্ঞাপন। শিগগিরই এটি দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে।  

এ প্রসঙ্গে নিলয় বাংলানিউজকে বলেন, ‘অনেক বছর পর আমরা একসঙ্গে আবার বিজ্ঞাপনে মডেল হলাম। কলকাতায় দুটি বিজ্ঞাপনের কাজ করে ঢাকায় ফিরবো। ’

 

এর আগে নিলয় ও শখ একসঙ্গে মডেল হন মোবাইল ফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে। গত বছর মুক্তি পায় এ জুটির ছবি সানিয়াত পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’।  

 

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।