ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জেনেলিয়াকে আবার বিয়ের প্রস্তাব রিতেশের!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫
জেনেলিয়াকে আবার বিয়ের প্রস্তাব রিতেশের!

বিয়ের তিন বছর পেরিয়েছে, ঘরে এসেছে নতুন অতিথি। তবে রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজার মধ্যে ভালোবাসা কমেনি বিন্দুমাত্র।

আজও প্রেমের সাম্পানে ভেসে বেড়ান দু’জনে। ২০ মার্চ টুইটারে তাদের প্রেমময় কথাবার্তা দেখে তা-ই মনে হবে সবার। এমনকি স্ত্রীকে আবার বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছেন বলিউডের এই অভিনেতা।

ল্যাকমে ইন্ডিয়ান ফ্যাশন উইকে রাঘবেন্দ্র রাঠোরের ডিজাইন করা পোশাকে ক্যাটওয়াক করার একটি ছবি টুইটারে পোস্ট করেন রিতেশ। একই ছবি টুইটারে পোস্ট করে বলিউড অভিনেত্রী জেনেলিয়া লিখেছেন, ‘হে সুদর্শন! মনে হচ্ছে, আবার তোমার প্রেমে পড়েছি। ’ কিছুক্ষণ পরেই রিতেশ টুইটারে রসিকতা করে বলেন, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’

২০১২ সালে ৩ ফেব্রুয়ারি বিয়ের বন্ধনে জড়ান রিতেশ ও জেনেলিয়া। গত বছরের ২৫ নভেম্বর তারা পুত্রসন্তানের মুখ দেখেন। ছেলের নাম রিয়ান।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।