ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লুবনা লিমির ‘একটুখানি ঘুম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
লুবনা লিমির ‘একটুখানি ঘুম’ লুবনা লিমি

পহেলা বৈশাখে দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের কাছে আসছেন লুবনা লিমি। এর নাম রাখা হয়েছে ‘একটুখানি ঘুম’।

এতে গান রয়েছে মোট ৮টি। এগুলো লিখেছেন নচিকেতা চক্রবর্তী, রবিউল ইসলাম জীবন, সেতু চৌধুরী, অভিজিৎ দাস এবং লুবনা লিমি । সুর ও সংগীতায়োজনে নচিকেতা চক্রবর্তী, মানাম আহমেদ, সেতু চৌধুরী, অটামনাল মুন ও পৃথ্বিরাজ।  

 

গানগুলোর শিরোনাম ‘একটুখানি ঘুম’, ‘বন্দি অবসর’, ‘রাত জোনাকী’, ‘আরো আরো পেরিয়ে’, ‘স্মৃতি মেঘ’, ‘তোমার জন্য লেখা গান’, ‘সব বিচ্ছিন্ন’ প্রভৃতি। অ্যালবামটি বাজারে আনছে ঈগল মিউজিক। এরই মধ্যে ‘একটুখানি ঘুম’-এর মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে অনলাইনে। এর নির্দেশনা দিয়েছেন তন্ময় তানসেন।  

 

নতুন একক প্রসঙ্গে লুবনা লিমি বলেন, ‘এবারও ব্যতিক্রমী কথা ও সুর নিয়ে কাজ করেছি। অনেক সময় নিয়ে গানগুলো তৈরি করা। ’

 

২০১৩ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় লুবনা লিমির প্রথম একক অ্যালবাম ‘সত্যি বলছি ছয়’। এর সব গানের কথা ও সুর ছিল তারই। সংগীতায়োজন করেন তানভীর আলম সজীব।  

 

* ‘একটুখানি ঘুম’ গানের মিউজিক ভিডিও :

 

* ‘তোমার জন্য লেখা গান’-এর মিউজিক ভিডিও:

 

বাংলাদেশ সময় : ১৩২৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।