নতুন একটি মিশ্র অ্যালবাম তৈরি করছেন ডিজে রাহাত। তিনি এর নাম রেখেছেন ‘ডিজে রাহাত উইথ স্টারস’।
সম্প্রতি রাহাতের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতা থেকে পরিচিতি পাওয়া আনিকা। এর শিরোনাম ‘পারি না’। লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানটি নিয়ে ডিজে রাহাত বাংলানিউজকে বলেন, ‘আনিকা এবারই প্রথম আমার সঙ্গে কাজ করলো। হিপহপ ধাঁচের গানটি ভালো গেয়েছে সে। ’
বাকি গানগুলোতে কণ্ঠ দেবেন কানিজ সুবর্ণা, টুনটুন বাউল, শুভ, ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে জনপ্রিয় হওয়া সজল, শামীম ও সুকন্যা। ‘ডিজে রাহাত উইথ স্টারস’ অ্যালবামটি চলতি বছরের জুন মাসে বাজারে আসবে বলে জানান রাহাত।
* (পাশের ছবিতে) আনিকা
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫