ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

ঈদের আগেই ‘রানআউট’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
ঈদের আগেই ‘রানআউট’

কাটছাট ছাড়াই ছাড়পত্র পেয়েছে তন্ময় তানসেন পরিচালিত ‘রানআউট’। তাই আগামী রোজার ঈদের আগেই এটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

এতে অভিনয় করেছেন।

 

তন্ময় তানসেন বাংলানিউজকে বলেন, ‘গত ৩১ মার্চ সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে পেয়েছি। ঈদের আগে ছবিটি প্রেক্ষাগৃহে আনার পরিকল্পনা রয়েছে। সেভাবেই আমরা এগোচ্ছি। ’

 

‘রানআউট’-এ অভিনয় করেছেন সজল, মৌসুমী নাগ, রোমানা স্বর্ণা, তারিক আনাম খান, তানভীর হোসেন প্রবাল, সাবিহা আজিজ, মিশা সওদাগর প্রমুখ। একটি আইটেম গানে নেচেছেন নায়লা নাঈম। সাদাত মাহমুদ তানভীর প্রযোজিত ছবিটির গল্প লিখেছেন রফিকুল ইসলাম পল্টু।  

ছবিটিতে গান রয়েছে মোট ছয়টি। সব গান ও আবহসংগীত তৈরি করেছে ভাইকিংস ব্যান্ড। স্টুডিও ডকইয়ার্ডের করা একটি আইটেম গানে কণ্ঠ দিয়েছেন রুপম ও কর্নিয়া। এ ছাড়াও ভাইকিংসের সঙ্গে অতিথি কণ্ঠশিল্পী হিসেবে গেয়েছেন কনা ও রিনতি।  

 

সজল এর আগে ‘নিঝুম অরণ্যে’ ছবিতে অভিনয় করেন। মৌসুমী নাগের এটাই প্রথম ছবি।

 

বাংলাদেশ সময় : ১৩৫৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।