৪৫ বছরের বিবাহিত পুরুষের মধ্যে ভিমরতি ধরলে কি হতে পারে? সেই চিত্র নিয়ে সাজানো হয়েছে ‘কুছ কুছ লোচা হ্যায়’। বলিউডের আলোচিত ছবিটির ট্রেলার প্রকাশিত হলো আজ মঙ্গলবার।
কমেডি ধাঁচের ছবিটিতে দুষ্ট প্রকৃতির মধ্যবয়সী গুজরাতি ব্যবসায়ী প্রবীণ প্যাটেল চরিত্রে অভিনয় করেছেন রাম কাপুর। লোকটা থাকে মালয়েশিয়ায়। স্ত্রী আর এক সন্তানকে নিয়ে তার সংসার। কিন্তু সুন্দরী রমণী শানায়ার প্রেমে পড়ে যান তিনি। কিন্তু বাবা, মা, ভাইবোন মিলে একটি ঘরের খোঁজ পাওয়াই মেয়েটির লক্ষ্য।
ট্রেলারের পাশাপাশি প্রকাশিত হয়েছে এর প্রথম পোস্টার। ছবিটিতে আরও অভিনয় করেছেন ইভলিন শর্মা ও নবদীপ ছাবরা। এটি মুক্তি পাবে আগামী ৮ মে।
* ‘কুছ কুছ লোচা হ্যায়’ ছবির ট্রেলার :
বাংলাদেশ সময় : ১৫০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫