মেগান ফক্সকে দেখে উজ্জ্বল, চটপটে, করিতকর্মা আর রসবোধপূর্ণ, মনে হয় না অনেকের। কেউবা ধরে নেন তিনি শিক্ষিত কিংবা উদ্যমী নন।
হারপার’স বাজার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী বলেন, ‘আমি গৎবাধা মিউজিক ভিডিওর মডেল নই!’
ম্যাগাজিনটির প্রচ্ছদে দারুণ লেগেছে মেগানকে। ফ্যাশনবিদরা মনে করছেন, হলিউডের এই অভিনেত্রীর নির্মল সৌন্দর্য ফুটে উঠেছে এসব ছবিতে। দুই সন্তানের মা হওয়ার পরও যে এমন শারীরিক গড়ন তিনি ধরে রাখতে পেরেছেন তা প্রশংসনীয় বলেও মন্তব্য তাদের।
এদিকে ‘টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টেলস’ ছবির দ্বিতীয় কিস্তিতেও অভিনয় করবেন মেগান। স্বামী, সংসার সামলানোর পাশাপাশি এখন তারই প্রস্তুতি নিচ্ছেন তিনি। ছবিটি মুক্তি পাবে ২০১৬ সালে।
বাংলাদেশ সময় : ১৬৪৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫