ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

জোছনা অজানা পথচলায় দুই ‘অ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
জোছনা অজানা পথচলায় দুই ‘অ’ অপূর্ব ও অপর্ণা

অপূর্ব ও অপর্ণা দু’জনের নামের আদ্যাক্ষর ‘অ’। ‘জোছনা অজানা পথচলা’ নামের নাটকে একসঙ্গে অভিনয় করতে গিয়ে এ নিয়ে মজাও করলেন তারা।

এটি লিখেছেন ও পরিচালনা করেছেন মোমিন এইচ রন।

 

এর গল্পে দেখা যায়, অপর্ণার বাবার টাকার অভাব নেই। অন্যদিকে গান নিয়ে পড়ে থাকেন অপূর্ব। ক্যাফেতে গান গেয়ে পকেট খরচ আসে তার। একদিন ব্যাংককে যায় অপর্ণা। তখন আফ্রির সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে অপূর্বর। অপর্ণা দেশে ফিরে একথা জানতে পেরে অপূর্বর সঙ্গে ঝগড়া করে। একসময় নিজের টাকা খরচ করে অ্যালবাম বের করে অপূর্ব।

 

নিকেতনের রাজমহল, বেইলি রোডের থার্টি থ্রি ক্যাফে এবং বারিধারায় নাটকটির দৃশ্যায়ন হয়েছে। রন বলেন, ‘আমি কাজ শিখেছি মুহাম্মদ মোস্তফা কামাল রাজের কাছে। তাই প্রথম নাটকটির কাজ করেছি তার শুটিংবাড়িতে। শিগগিরই একটি চ্যানেলে প্রচার হবে জোছনা অজানা পথচলা। ’

 

বাংলাদেশ সময় : ১৭২০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।