ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

হাসপাতাল থেকে বাড়ি ফেরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
হাসপাতাল থেকে বাড়ি ফেরা হ্যারিসন ফোর্ড

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হ্যারিসন ফোর্ড। বিমান দুর্ঘটনায় আহত হয়ে গত এক মাস হাসপাতালে বিছানাই হয়ে উঠেছিলো তার ঠিকানা।

তবে এখন পুরোপুরি সুস্থ ৭২ বছর বয়সী হলিউডের বর্ষীয়ান এই অভিনেতা।

পিপল ম্যাগাজিন জানিয়েছে, গত ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে গাড়ি চালাতে দেখা গেছে ফোর্ডকে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের এক গলফে কোর্সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বিমান নিয়ে ছিটকে পড়ার পর ৫ মার্চ থেকে ইউসিএলএ মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন এই ‘স্টার ওয়ারস’ তারকা। তার শরীরের বিভিন্ন স্থানের হাড় আর পায়ের গোড়ালি মচকে গিয়েছিলো।

হাসপাতালে হ্যারিসনের পাশে সার্বক্ষণিক সঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিণী ৫০ বছর বয়সী ক্যালিস্টা ফ্লকহার্ট। ফোর্ডকে তিনি খাইয়ে দিয়েছেন, বই পড়ে শুনিয়েছেন, গল্প করেছেন।

হ্যারিসন ফোর্ড এখন বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। তবে নিয়মিত থেরাপি নিয়ে যেতে হচ্ছে তাকে। আহত হওয়ার আগে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবির কাজ করছিলেন তিনি।


** বিমান বিধ্বস্ত হয়ে আহত হ্যারিসন ফোর্ড

বাংলাদেশ সময় : ১৮০২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।