ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

থাইল্যান্ডে শুরু হলো 'অগ্নি-২'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
থাইল্যান্ডে শুরু হলো 'অগ্নি-২' সেলফিতে (বাঁ থেকে) অমিত হাসান, মাহি ও আশিষ বিদ্যার্থি

মাহিয়া মাহি, অমিত হাসান, ওম(কলকাতা) এর সাথে ক্যামেরার সামনে যোগ দিয়েছেন বলিউডের জনপ্র্রিয় ‍অভিনেতা আশিষ বিদ্যার্থি। তারা সকলে এখন ইফতেখার চৌধুরী পরিচালিত 'অগ্নি-২'র দৃশ্যধারণের কাজে থাইল্যান্ডে।

শুরু হয়েছে তাদের এ ছবির শুটিং । তবে কাজের ফাঁকে সেলফি উঠানোর ব্যস্ততায় মেতেছেন তারা।  

 

সকলকে ঘিরে হাসিমুখে সেলফিটা তুলতে দেখা যাচ্ছে ‍অভিনেতা আশিষ বিদ্যার্থিকে। থাইল্যান্ডের সুন্দর সব দৃশ্যের পাশাপাশি সহশিল্পীদের সাথে অভিনয়ের পাশাপাশি চলছে এই সেলফি।  

 

মাহি জানান, থাইল্যান্ডের পাতায়ায় সুন্দর জায়গায় শুটিং করতে বেশ ভালো লাগছে। তবে এ ছবিতে আমাকে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। এজন্য কিছুদিন মারপিটও শিখতে হয়েছে আমাকে। আর আশিষ বিদ্যার্থির সঙ্গে কাজ করে বেশ ভালো লাগছে।

 

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এ ছবির দৃশ্যধারণ হবে ভারত, থাইল্যান্ড ও বাংলাদেশে।

 

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১ এপ্রিল, ২০১৫

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।