মাহিয়া মাহি, অমিত হাসান, ওম(কলকাতা) এর সাথে ক্যামেরার সামনে যোগ দিয়েছেন বলিউডের জনপ্র্রিয় অভিনেতা আশিষ বিদ্যার্থি। তারা সকলে এখন ইফতেখার চৌধুরী পরিচালিত 'অগ্নি-২'র দৃশ্যধারণের কাজে থাইল্যান্ডে।
সকলকে ঘিরে হাসিমুখে সেলফিটা তুলতে দেখা যাচ্ছে অভিনেতা আশিষ বিদ্যার্থিকে। থাইল্যান্ডের সুন্দর সব দৃশ্যের পাশাপাশি সহশিল্পীদের সাথে অভিনয়ের পাশাপাশি চলছে এই সেলফি।
মাহি জানান, থাইল্যান্ডের পাতায়ায় সুন্দর জায়গায় শুটিং করতে বেশ ভালো লাগছে। তবে এ ছবিতে আমাকে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। এজন্য কিছুদিন মারপিটও শিখতে হয়েছে আমাকে। আর আশিষ বিদ্যার্থির সঙ্গে কাজ করে বেশ ভালো লাগছে।
জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এ ছবির দৃশ্যধারণ হবে ভারত, থাইল্যান্ড ও বাংলাদেশে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১ এপ্রিল, ২০১৫