ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

জাতীয় চলচ্চিত্র দিবসে বগুড়ায় র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
জাতীয় চলচ্চিত্র দিবসে বগুড়ায় র‌্যালি

বগুড়া: জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৫ উপলক্ষে বগুড়ায় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালিতে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসক মো. শফিকুর রেজা বিশ্বাস।



জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে র‌্যালিতে অন্যান্যের মধ্যে বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, বগুড়ার সিনিয়র তথ্য কর্মকর্তা মজিবর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলীসহ জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বগুড়ার সিনিয়র তথ্য কর্মকর্তা মজিবর রহমান বাংলানিউজকে জানান, দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত র‌্যালিটি শহরের কেন্দ্রস্থল সাতমাথা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে, দিবসটি উদযাপন উপলক্ষে বিকেলে সাতমাথায় উন্মুক্ত চলচিত্র প্রদর্শন করবে জেলা তথ্য অফিস।     
                   
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।