ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে যা যা হবে

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে যা যা হবে

২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৪ এপ্রিল। রাজধানীর আগারগাঁওস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকেল ৪টা ২০ মিনিটে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশীয় চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার মোট ২৫টি শাখায় ২৯ জন শিল্পী ও কলাকুশলীকে পুরস্কার দেওয়া হচ্ছে।

 

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ। স্বাগত বক্তব্য রাখবেন তথ্য সচিব মরতুজা আহমদ।  

 

২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’ সর্বাধিক ১৭টি বিভাগে পুরস্কার জিতেছে। এটাই হয়েছে সেরা ছবি। গত ১০ মার্চ সরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।  

 

এবার আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী কবরী। পুরস্কার প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে তার প্রথম ছবি ‘সুতরাং’-এর একটি গানে নৃত্য পরিবেশন করবেন আমিন খান ও নিপুণ। এ প্রসঙ্গে নিপুণ বাংলানিউজকে বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার উপলক্ষে নতুন-পুরনো সবাই একসঙ্গে কাজ করছি, এজন্য বেশ ভালো লাগছে। বিশেষ করে নতুনদের কাজ খুব কাছ থেকে দেখতে পারছি। ’

কবরীর গানের তালে নাচবেন জান্নাতুল ফেরদৌস পিয়াও। ‘আমি সাত সাগর পাড়ি দিয়ে’ গানে তাকে দেখা যাবে ওমর সানীর সঙ্গে পা মেলাতে। পিয়া বাংলানিউজকে বলেন, ‘আমার মা-বাবা প্রেক্ষাগৃহে গিয়ে নিয়মিত কবরী ম্যাডামের ছবি দেখতেন। তাদের সন্তান এখন সেই স্বপ্নের তারকার ছবির গানে নাচবে, এটা ভেবে উচ্ছ্বাস হচ্ছে। পুরনো দিনের চলচ্চিত্রের গান আমার খুব পছন্দের। আর ছোটবেলায় ওমর সানীর ছবি দেখতাম। তার নায়কোচিত ব্যাপারটা আমাকে টানতো। তার সঙ্গে একই মঞ্চে নাচবো ভেবেও আনন্দ হচ্ছে। ’

 

নিরব আর মেহজাবিন নাচবেন ‘সুজন সখী’ ছবির ‘সব সখীরে পার করিতে নেবো আনা আনা’ গানে। নিরব বলেন, ‘কালজয়ী এই গানের সঙ্গে নাচার সুযোগ পাওয়া আনন্দের ব্যাপার। তবে মহড়া করতে পেরেছি মাত্র একদিন। ’

 

জায়েদ খান নাচবেন ‘রংবাজ’ ছবিতে সাবিনা ইয়াসমিন ও মোহাম্মদ আলী সিদ্দিকীর গাওয়া ‘হৈ হৈ রঙিলা রঙিলা রে’ গানের তালে।  

 

বিটিভির স্টুডিওতে আজ শুক্রবার মহড়া করছেন শিল্পীরা। মহড়ার ফাঁকে চলছে হাসি-ঠাট্টা-আড্ডা। পিয়া জানালেন, ‘এতোদিন যেখানেই গিয়েছি, সবার চেয়ে লম্বা ছিলাম। কিন্তু ওমর সানী, জায়েদ খান, বাপ্পির সঙ্গে কাজ করার সময় তারা হেসে হেসে আমাকে বলেন, এই দেখো পিয়া, আমরা তোমার চেয়ে লম্বা!’ 

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জাহিদ হাসান ও মেহের আফরোজ শাওন।  গোটা আয়োজন বিটিভি ও বিটিভি ওর্য়াল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।

* (ওপরের ছবিতে বাঁ থেকে) নিপুণ, জায়েদ খান ও পিয়া

 

এক নজরে বিজয়ীরা

আজীবন সম্মাননা : কবরী 

সেরা অভিনেত্রী : মৌসুমী (দেবদাস)

সেরা অভিনেতা : তিতাস জিয়া (মৃত্তিকা মায়া)

সেরা অভিনেত্রী : শর্মীমালা (মৃত্তিকা মায়া)

সেরা পার্শ্ব অভিনেতা : রাইসুল ইসলাম আসাদ (মৃত্তিকা মায়া)

সেরা পার্শ্ব অভিনেত্রী : অর্পণা (মৃত্তিকা মায়া)

সেরা খল চরিত্র :  মামুনুর রশীদ(মৃত্তিকা মায়া)

সেরা কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও পরিচালক : গাজী রাকায়েত(মৃত্তিকা মায়া)

সেরা সম্পাদক : মো: শরিফুল ইসলাম রাসেল(মৃত্তিকা মায়া)

সেরা শিল্প নির্দেশক : উত্তম গুহ(মৃত্তিকা মায়া)

সেরা চিত্রগ্রাহক : সাইফুল ইসলাম বাদল(মৃত্তিকা মায়া)

সেরা শব্দগ্রাহক : কাজী সেলিম(মৃত্তিকা মায়া)

সেরা পোশাক ও সাজসজ্জা : ওয়াহিদা মল্লিক জলি (মৃত্তিকা মায়া)

সেরা মেকাপম্যান : আলী বাবুল(মৃত্তিকা মায়া)

সেরা সংগীত পরিচালক (যৌথ) :  এ কে আজাদ (মৃত্তিকা মায়া) ও শওকত আলী ইমন(পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী)

সেরা গায়ক : চন্দন সিনহা(পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী)

সেরা গীতিকার : কবির বকুল(পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী)

সেরা সুরকার  : কৌশিক হোসেন তাপস(পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী)

সেরা গায়িকা (যৌথ) : রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন (দেবদাস)

সেরা প্রামাণ্য চলচ্চিত্র : শুনতে কি পাও

সেরা শিশু শিল্পী : স্বচ্ছ (একই বৃত্তে)

শিশু শিল্পী শাখায় বিশেষ শাখায় : সৈয়দা অহিদা সাবরিনা(অর্ন্তধান)

সেরা চলচ্চিত্র : ফরিদুর রেজা সাগর ও গাজী রাকায়েত (মৃত্তিকা মায়া)

 

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।