ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

রঙে রঙে সজল-ঈশানা-আসিফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
রঙে রঙে সজল-ঈশানা-আসিফ (বাঁ থেকে) সজল, ঈশানা ও কাজী আসিফ

পহেলা বৈশাখের মাত্র ১০ দিন বাকি। তাই বিভিন্ন চ্যানেলে জমা পড়ছে পহেলা বৈশাখের জন্য নির্মিত বিশেষ নাটক ও টেলিছবি।

এমনই একটি টেলিছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করছেন সজল, ঈশানা ও কাজী আসিফ। এর নাম ‘রঙ ও রঙ’।  

 

আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ শুরু হয়েছে। টেলিছবিটি লিখেছেন হাবিব উল্লাস, পরিচালনা করছেন অনন্য ইমন। এর গল্পে দেখা যাবে, তীর্থ, অথৈ ও শায়ান একটি অফিসের সহকর্মী। অফিস ও তাদের ঘিরেই টেলিছবিটির গল্প।

 

এ প্রসঙ্গে কাজী আসিফ বাংলানিউজকে বলেন, ‘সজল ও ঈশানার সঙ্গে এবারই প্রথম কাজ করলাম। এখানে আমি তীর্থ চরিত্রে অভিনয় করছি। ’

 

টেলিছবিটিতে আরেকটি চরিত্রে অভিনয় করছেন লায়লা হাসান। আগামী ১৪ এপ্রিল একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘রঙ ও রঙ’।  

 

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।