ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

গৃহবধূ থেকে চোখধাঁধানো রূপের জৌলুস (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
গৃহবধূ থেকে চোখধাঁধানো রূপের জৌলুস (ভিডিও) নিমরাত কৌর

‘দ্য লাঞ্চবক্স’ ছবিতে মধ্যবিত্ত গৃহবধূর ভাবমূর্তিতেই দর্শকদের কাছে চেনা নিমরাত কৌর। ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী এবার চোখধাঁধানো রূপের জৌলুস দেখিয়ে চমকে দিয়েছেন দর্শকদের।

জিকিউ ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হিসেবে যেন নতুন এক নিমরাতকেই দেখছে সবাই।  

 

পুরুষ পাঠকদের প্রিয় ম্যাগাজিনটির এপ্রিল সংখ্যার ছবিগুলো তোলার ভিডিও ইউটিউবে প্রকাশের পর থেকে বাড়ছে এর দর্শকসংখ্যা। এর আগে কখনও তাকে এমন যৌন আবেদনময়ী দেখা যায়নি।  

বলিউডের গন্ডি পেরিয়ে নিমরাত কাজ করছেন মার্কিন টিভি সিরিজ ‘হোমল্যান্ড’-এর চতুর্থ মৌসুমে। এতে তাকে দেখা যাচ্ছে আইএসআই এজেন্টের ভূমিকায়। এই খ্যাতিকে কাজে লাগিয়ে তাকে প্রচ্ছদের জন্য বেছে নিয়েছে জিকিউ।  

 

মঞ্চনাটক থেকে নিমরাতের উত্থান। কুমার শানুর গাওয়া ‘তেরা মেরা পেয়ার’ গানের ভিডিওতে চিত্রনায়িকা, ‘ইয়াহাঁ’ (২০০৫), ‘পেডলার্স’ (২০১২), ‘লুভ শুভ তে চিকেন খুরানা’ (২০১২) এবং ‘দ্য লাঞ্চবক্স’ (২০১৩)- বলিউডের এসব ছবির পাশাপাশি হলিউডের ‘ওয়ান নাইট উইথ দ্য কিং’ (২০০৬) ছবিতে অভিনয়ে করেছেন নিমরাত। তিনি এখন কাজ করছেন অক্ষয় কুমারের সঙ্গে ‘এয়ারলিফট’ ছবিতে।  

 

* জিকিউ ম্যাগাজিনের জন্য নিমরাতের ভিডিও : 

 

বাংলাদেশ সময় : ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।