ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

মাদাম তুসোতে শাহরুখের ‘ফ্যান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
মাদাম তুসোতে শাহরুখের ‘ফ্যান’ শাহরুখ খান

লন্ডনের মাদাম তুসোতে ২০০৭ সালে শাহরুখ খানের মোমের মূর্তি উন্মোচন করা হয়। সেই জাদুঘরে নিজের ছবির কাজ করতে পেরে উচ্ছ্বসিত তিনি।

মনীষ শর্মা পরিচালিত ‘ফ্যান’ নামের ছবিটির সব কলাকুশলীকে নিয়ে সেখানে কাজ করার অনুমতি মিলবে তা ভাবতেও পারেননি বলিউডের এই সুপারস্টার!


যশরাজ ফিল্মস প্রযোজিত ‘ফ্যান’ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখকে। ৪৯ বছর বয়সী এই অভিনেতা গত ৩১ মার্চ টুইটারে বলেছেন, ‘সবাইকে নিয়ে কাজ করার সুযোগ দেওয়ায় মাদাম তুসোকে ধন্যবাদ। ’

‘ফ্যান’ ছবিতে শাহরুখ নিজেই নিজের ভক্তের ভূমিকায় অভিনয় করছেন। তাই তার রূপসজ্জাকর হিসেবে কাজ করছেন হলিউডের অস্কারজয়ী রূপসজ্জাকর গ্রেগ ক্যানম। ছবিটিতে শাহরুখের সহশিল্পীরা হলেন ইলিয়েনা ডি’ক্রুজ ও বাণী কাপুর। এটি মুক্তি পাবে আগামী বছর। এর সংগীত পরিচালনা করছেন এআর রহমান।

বাংলাদেশ সময় : ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।