ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

ধন্যবাদের সুবাদে স্টার সিনেপ্লেক্সে ‘ফিউরিয়াস সেভেন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
ধন্যবাদের সুবাদে স্টার সিনেপ্লেক্সে ‘ফিউরিয়াস সেভেন’

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের ‘ধন্যবাদ’ কর্মসূচির আওতায় আয়োজন করা হলো ‘ফিউরিয়াস সেভেন’ ছবির প্রিমিয়ার। স্টার সিনেপ্লেক্সে গত ২ এপ্রিল বহুল প্রতীক্ষিত এ ছবির জাঁকজমকপূর্ণ প্রিমিয়ারে প্রধান অতিথি ছিলেন রবির চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ।

 

 

ছবি শুরুর আগে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি জানান, বিশ্বের অনেক দেশের আগেই বাংলাদেশে এর প্রিমিয়ার শো হলো।

 

প্রিমিয়ার শোতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন তারকা, প্রখ্যাত ব্যক্তি, গণমাধ্যম কর্মী ও রবির গ্রাহকরা।  

 

আজ শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে জেমস ওয়ান পরিচালিত ‘ফিউরিয়াস সেভেন’। এটাই হলিউড তারকা পল ওয়াকারের শেষ ছবি। এ ছাড়াও আছেন ভিন ডিজেল, মিশেল রড্রিগেজ, ডোয়ায়েন জনসন, জেসন স্টেথাম, লুডাক্রিস, টাইরিস গিবসন, কার্ট রাসেল, নাথালি ইমানুয়েল, জর্ডানা ব্রুস্টার, এলসা প্যাটাকি।

 

বাংলাদেশ সময় : ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।