ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

বৈশাখে রোমান্টিক হাবিব

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
বৈশাখে রোমান্টিক হাবিব মডেল পিয়া বিপাশা ও সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ

হাবিবকে কখনও রোমান্টিক মেজাজে দেখেছেন? তার ফেসবুক পেজের দুটি স্থিরচিত্রে সেই আভাস আছে। পহেলা বৈশাখ উপলক্ষে নিজের নতুন গানের ভিডিওতে নতুন আঙ্গিকে হাজির হবেন তিনি।

এটাকে ভক্তদের জন্য নতুন চমক বলে উল্লেখ করেছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। রাজধানীর একটি জায়গায় এর দৃশ্যধারণ হয়েছে।  

 

ভিডিওতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন পিয়া বিপাশা। তিনি বাংলানিউজকে বলেন, ‘এখানে হাবিব ভাইকে দেখে অনেকে চমকে উঠবে! কারণ তাকে এতো রোমান্টিকভাবে কোনো ভিডিওতে দেখা যায়নি। কাজটি করে আমি উচ্ছ্বসিত। ’

 

কাজটি নিয়ে হাবিব বেশ আশাবাদী। তার জনপ্রিয় গানের সংখ্যা অনেক। এর মধ্যে কয়েকটির ভিডিও তৈরি হয়েছে। কিন্তু কোনোটাতেই তাকে মডেলের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে পাওয়া যায়নি। ফেসবুকে ভিডিওটির স্থিরচিত্র দিয়ে ভক্তদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘ভালোবাসার নতুন সংজ্ঞা হোক এবার। এজন্য আমি প্রস্তুত, আপনারা তৈরি তো?’

 

তবে গানটির শিরোনাম কিংবা ভিডিওটি নিয়ে বিস্তারিত কিছু বলতে নারাজ হাবিব। তিনি বাংলানিউজকে বললেন, ‘ভক্তদের জন্য পহেলা বৈশাখের এটা একটা চমক। এর বেশি কিছু এখনই বলতে চাই না। খুব তাড়াতাড়ি সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে বিস্তারিত জানাবো। আর গান প্রকাশের আগে প্রতিদিন আমার ফ্যানপেইজে একটি করে ডিজিটাল পোস্টারের ছবি পোস্ট করবো। চোখ রাখতে হবে। ’

 

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।