দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা আবার ঢাকায় আসছেন। তাকে নিয়ে তৈরি হবে এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠান।
নাম চূড়ান্ত না হওয়া অনুষ্ঠানটি পরিচালনা করবেন রুমানা আফরোজ। তিনি বাংলানিউজকে জানান, আগামী ৮ এপ্রিল এফডিসির আট নম্বর ফ্লোরে এর দৃশ্যায়ন হবে। এটি তৈরি হচ্ছে আগামী রোজার ঈদে প্রচারের জন্য।
এই আয়োজনের শুরুতে থাকবে নচিকেতার সংক্ষিপ্ত পরিচিতি। অনুষ্ঠানে তিনি সরাসরি ৮-১০টি গান গেয়ে শোনাবেন। এর ফাঁকে ফাঁকে বাপ্পা নানান বিষয়ে আলোচনা করবেন তার সঙ্গে। এ ছাড়া তাকে নিয়ে এপারের জনপ্রিয় শিল্পীদের শুভেচ্ছার ভিডিওচিত্রও থাকবে।
ওপার বাংলায় বসতি গড়লেও নচিকেতার মামাবাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া ও ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর গ্রামে।
বাংলাদেশ সময় : ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
জেএইচ