ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

বাপ্পার উপস্থাপনায় নচিকেতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
বাপ্পার উপস্থাপনায় নচিকেতা (বাঁ থেকে) নচিকেতা ও বাপ্পা মজুমদার/ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা আবার ঢাকায় আসছেন। তাকে নিয়ে তৈরি হবে এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠান।

এটি উপস্থাপনা করবেন এপারের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

নাম চূড়ান্ত না হওয়া অনুষ্ঠানটি পরিচালনা করবেন রুমানা আফরোজ। তিনি বাংলানিউজকে জানান, আগামী ৮ এপ্রিল এফডিসির আট নম্বর ফ্লোরে এর দৃশ্যায়ন হবে। এটি তৈরি হচ্ছে আগামী রোজার ঈদে প্রচারের জন্য।

এই আয়োজনের শুরুতে থাকবে নচিকেতার সংক্ষিপ্ত পরিচিতি। অনুষ্ঠানে তিনি সরাসরি ৮-১০টি গান গেয়ে শোনাবেন। এর ফাঁকে ফাঁকে বাপ্পা নানান বিষয়ে আলোচনা করবেন তার সঙ্গে। এ ছাড়া তাকে নিয়ে এপারের জনপ্রিয় শিল্পীদের শুভেচ্ছার ভিডিওচিত্রও থাকবে।

ওপার বাংলায় বসতি গড়লেও নচিকেতার মামাবাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া ও ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর গ্রামে।

বাংলাদেশ সময় : ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।