নরসিংদীতে চাতকের খুব কদর। ব্যান্ডটির জন্ম ২০০৯ সালে।
অ্যালবামটিতে লালনের চারটি ও দুটি মৌলিক গান রয়েছে। এ প্রসঙ্গে চাতক ব্যান্ডের প্রধান কেনেডি বলেন, ‘আমরা শুরু থেকেই লালনের গান বেশি করতাম। লালনের প্রতি ভালোবাসা থেকেই এ অ্যালবামটি করা। ’
চাতকের জন্য একটি মৌলিক গান লিখেছেন চিরকুট ব্যান্ডের সুমি, অন্যটি চাতক ব্যান্ডের প্রধান কেনেডির লেখা। অ্যালবামটির সংগীত প্রযোজক হিসেবে আছেন চিরকুট ব্যান্ডের ইমন। পহেলা বৈশাখকে সামনে রেখে ‘সহজ মানুষ’ বাজারে আনছে নতুন অডিও প্রযোজনা সংস্থা ‘এম রেকর্ডস’।
চাতক ব্যান্ডের লাইনআপ : কেনেডি (কণ্ঠ ও গিটার), পলক (লিড গিটার), ফাহমি (গিটার), শান্ত (ঊেৎ গিটার) এবং লিমন (ড্রামস)।
বাংলাদেশ সময় : ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
জেএইচ