ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

কাইলি জেনারকে দেখে থেমে গেলো ট্র্যাফিক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
কাইলি জেনারকে দেখে থেমে গেলো ট্র্যাফিক! কাইলি জেনার

লালে লাল আভা। কাঁধের দু’পাশে মেঘকালো চুল।

হাঁটু অবধি লেসের বুট। এমন মোহনীয় সাজে কোনো তরুণী রৌদ্রজ্জ্বল দিনে রাস্তায় বের হলে কার না চোখ আটকে যাবে! তার ওপর কাইলি জেনারের মতো সুন্দরী হলেও তো কথাই নেই। ১৭ বছর বয়সী এই মার্কিন রিয়েলিটি শো তারকাকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাস্তায় দেখে সবার নজর আটকে গেলো তার রূপের মোহে! মুহূর্তেেই তৈরি হয়ে যায় ছোটখাটো ট্র্যাফিক জ্যাম।

আরামদায়ক পোশাকটিতে কাইলিকে দেখাচ্ছিল দারুণ ঝলমলে। কাঁধে ঝুলিয়েছিলেন কালো রঙা লেদারের ব্যাগ। প্রেমিক মার্কিন র‌্যাপতারকা টাইগার সঙ্গে একান্তে মধ্যাহ্নভোজ করতেই তার এই সাজগোজ। ক্যালাব্যাসাসের সেইজব্রাশ ক্যান্টিনায় তারা একসঙ্গে দুপুরের খাবার খেয়েছেন।

কাইলি হলেন মার্কিন রিয়েলিটি শো তারকা কিম কারদাশিয়ানের সৎ বোন। ‘কিপিং আপ উইথ দ্য কারদাশিয়ান’ রিয়েলিটি শোর সুবাদেই পরিচিতি পেয়েছেন তিনি। কাইলি গানও করে থাকেন।

বাংলাদেশ সময় : ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।