কলকাতার তারা বাংলা চ্যানেলের ‘আজ সকালের আমন্ত্রণে’ অনুষ্ঠানে গান গাইবেন রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়। এই আয়োজন সরাসরি দেখানো হবে ৭ এপ্রিল সকাল ৮টায়।
দুই ঘণ্টার এ অনুষ্ঠানে পঞ্চকবির গান গেয়ে শোনাবেন অণিমা। থাকবে রবীন্দ্রসংগীতের প্রাধান্য। আজ সকালের আমন্ত্রণে’ সঞ্চালনা করবেন কাজী নজরুল ইসলামের নাতনী অনিন্দিতা কাজী।
অনুষ্ঠানটি প্রসঙ্গে অণিমা বলেন, ‘আমার কাছে এ অনুষ্ঠানটি প্রতিবারই নতুনের মতো ধরা দেয়। এমন নান্দনিক অনুষ্ঠানে অংশ নিতে ভালো লাগে। আমি মনে করি, তারা বাংলার ‘আজ সকালের আমন্ত্রণে’ এবং চ্যানেল আইয়ের ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠান দুটি শুদ্ধসংগীত চর্চা যারা করেন তাদের জন্য আশীর্বাদের মতো। এবারের অনুষ্ঠানে নিজের গোছানো কিছু গানসহ দর্শকদের অনুরোধেও গাইবো। ’
বাংলাদেশ সময় : ১৩০৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
জেএইচ