ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

ঝাড়ু হাতে শাহরুখ পুত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
ঝাড়ু হাতে শাহরুখ পুত্র আবরাম খান

শাহরুখ খানের কনিষ্ঠ পুত্র আবরামের কাছে বই-পুস্তকই ভালো লাগে বেশি। টুইটারে শাহরুখ সেকথা জানিয়েছেনও।

কিন্তু এখন সে ঝাড়ু হাতে ঘরজুড়ে ঘুরে বেড়াচ্ছে। এমন একটি মুহূর্তের ছবি টুইটারে দিয়ে ৪৯ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, ‘মনে হচ্ছে এখন থেকেই পরিচ্ছন্ন ভারত-সবুজ ভারত গড়তে স্বচ্ছ ভারত অভিযানে শামিল হয়ে গেছে ও। নতুবা কিডিচ (হ্যারি পটার সিরিজের ঝাড়ুতে উড়ে উড়ে বল খেলা) খেলছে। ’

পরিচ্ছন্নতাপ্রিয় হোক বা হ্যারি পটারের জাদুর স্কুল হগওয়ার্টসের ভক্ত হিসেবে ঝাড়ু হাতে নিক, আবরাম তারকা হয়ে গেছে এরই মধ্যে। পরিচ্ছন্নতার বেলায় তাকে উদাহরণ হিসেবে আনছেন অনেকে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।