ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

ক্রেগের হাঁটুতে অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
ক্রেগের হাঁটুতে অস্ত্রোপচার ড্যানিয়েল ক্রেগ

জেমস বন্ড সিরিজের নতুন ছবির দৃশ্যধারণ চলাকাল আহত হয়েছেন ড্যানিয়েল ক্রেগ। এক দুর্ঘটনায় ভালোই চোট পেয়েছেন তিনি।

এ কারণে হাঁটুতে অস্ত্রোপচারও করতে হলো তাকে। ‘স্পেক্টর’ নামের ছবিটির নির্ধারিত কাজের বিরতিতে কাজটি সেরে নিলেন ৪৭ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেতা।

জানা গেছে, আগামী ২২ এপ্রিল লন্ডনের পাইনউড স্টুডিওতে আবার ছবিটির কাজে ফিরবেন ক্রেগ। গত বছরের ডিসেম্বরে ব্রিটেনে ছবিটির দৃশ্যধারণ শুরু হয়। এরপর রোম ও মেক্সিকোতে এর কাজ হয়েছে।

স্যাম মেন্ডেস পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ৬ নভেম্বর। আগের ছবির (স্কাইফল) তিন অভিনয়শিল্পী বেন হুইশো, নাওমি হ্যারিস এবং র‌্যালফ ফাইনেসকে এবারও দেখা যাবে। বন্ডকন্যা হিসেবে যোগ দিয়েছেন মনিকা বেলুচ্চি, লিয়া সেদু এবং স্টেফানি সিগম্যান।

বাংলাদেশ সময় : ১৭২১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।