বল হাতে বাইশ গজে আগুন ঝরান রুবেল। বাংলাদেশকে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার অবদান অনেক।
কমিউনিকেশনস অ্যান্ড কর্পোরেট রেস্পন্সিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর জানান, এফডিসির দুই নম্বরে ফ্লোরে ৭ এপ্রিল দুপুরে বিজ্ঞাপনটির চিত্রায়ন হবে। এটি নির্মাণ করবেরন আদনান আল রাজিব। কাজের ফাঁকে মডেল হওয়ার অনুভূতি জানাবেন রুবেল, নির্মাতা ও রবি প্রতিনিধি ।
বাংলাাদেশ সময় : ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
জেএইচ